Wednesday, September 4, 2019

Teletalk Bondho Sim Offer 2019

Teletalk Bondho Sim Offer 2019

প্রথম ৪৯ টাকা রিচার্জেঃ
ভয়েস:
৪৭ পয়সা/মিনিট (যেকোন অপারেটর)
মেয়াদ ৩০ দিন
ডাটা
২ জিবি ফ্রি ডাটা
মেয়াদ ১৫ দিন
এসএমএস
১০০ SMS (যেকোন লোকাল নম্বরে)
মেয়াদ ৩০ দিন



 
  1. যেসকল প্রিপেইড সংযোগ(পিসিও ও টেলিচার্জ সিম ব্যতীত)  ৯০ বা ততোধিক দিন হতে অব্যবহৃত সেসকল সংযোগ এই অফারের আওতাভুক্ত।
  2. আপনার সংযোগটি এই অফারের আওতাভুক্ত কী না তা জানতে যেকোন টেলিটক নম্বর থেকে মেসেজ অপশনে গিয়ে আপনার নম্বরটি লিখে 112 নম্বরে পাঠিয়ে দিন।
  3. অফারটি নিতে ৪৯ টাকা রিচার্জ করতে হবে যা আপনার মোবাইল ব্যালেন্সে যোগ হবে
  4. রিচার্জের দিন থেকে ৩০ দিন পর্যন্ত গ্রাহক ৪৭ পয়সা/মিনিট কলরেটে কথা বলতে পারবেন। অফারটি আবারও উপভোগ করতে চাইলে গ্রাহককে পুনরায় ৪৯ টাকা রিচার্জ করতে হবে।
  5. শুধুমাত্র প্রথমবার ৪৯ টাকা রিচার্জের সময় ফ্রি ২জিবি ডাটা ও ১০০ SMS পাওয়া যাবে।
  6. পালস ১ সেকেন্ড
  7. মেয়াদ শেষে গ্রাহক ৪৯ টাকা রিচার্জ না করলে বিদ্যমান প্যাকেজের কলরেট প্রযোজ্য হবে।
  8. কলরেটে SD, VAT ও সারচার্জ প্রযোজ্য


স্পেশাল ডাটা অফারঃ

রিচার্জেই অফার

৩ GB ৩৮ টাকা ৭ দিন।

১ GB ৪৫ টাকা ৩০ দিন

২ GB ৭৭ টাকা ৩০ দিন

  • উল্লিখিত পরিমাণ টাকা রিচার্জ করে গ্রাহক কাঙ্ক্ষিত ডাটাপ্যাক ক্রয় করতে পারবেন।
    1. অফার চলাকালীন সময়ে গ্রাহক যতবার খুশি ততবার ডাটাপ্যাকগুলি নিতে পারবেন।
    2. রিচার্জ এমাউন্টে VAT,SD ও সারচার্জ অন্তর্ভুক্ত।
    3. মেয়াদ বা ডাটা শেষ হলে পে-পার-ইউজ রেট প্রযোজ্য হবে।


    Previous Post
    Next Post

    0 comments: