এবার সবই হবে বেশি বেশি, কারণ বাংলালিংক নিয়ে এসেছে আকর্ষণীয় এক বান্ডেল অফার! মাত্র ২৯৭ টাকা রিচার্জে বা *166*297# ডায়াল করে উপভোগ করুন ৫১৫ মিনিট টকটাইম (যেকোনো অপারেটরে), ৩০ দিনের জন্য।
বান্ডেল বিস্তারিতঃ
- এই বান্ডেল সকল প্রিপেইড ও কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকদের জন্য প্রযোজ্য
- ২৯৭ টাকা রিচার্জে বা *166*297# ডায়াল করে অফারটি কিনতে হবে
- বান্ডেল মিনিট যেকোনো লোকাল কলের জন্য প্রযোজ্য
- মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর, অব্যবহৃত মিনিট আর ব্যবহার করা যাবে না
- বান্ডেলটি একাধিকবার কেনা যাবে
- মেয়াদ থাকাকালীন সময়ে বান্ডেলটি আবার কিনলে সর্বোচ্চ মেয়াদ প্রযোজ্য হবে এবং এর সাথে অব্যবহৃত মিনিট যোগ হবে
- বান্ডেল মিনিট শেষ হয়ে গেলে কিংবা বান্ডেলের মেয়াদ শেষ হলে রেগুলার প্যাকেজের ট্যারিফ প্রযোজ্য হবে
- বান্ডেল মিনিটের ব্যবহার গ্রাহকের বেস প্যাকেজ পালসের উপর প্রযোজ্য
- বান্ডেল মিনিট ২৪ ঘন্টা ব্যবহার করা যাবে
- বান্ডেল ব্যালেন্স চেক করতে ডায়াল *124*100#
- বান্ডেল মূল্য ভ্যাট, এসডি, এসসি-সহ
- অফারটি সীমিত সময়ের জন্য প্রযোজ্য
0 comments: